‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়’ -বেগম খালেদা জিয়া by কাজী সুমন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। গণতন্ত্রের পক্ষের দল নয়। তাই তাদের দিয়ে দেশের ভাল, কল্যাণ ও উন্নতি হতে পারে না। শনিবার বিকেলে কুমিল্লার টাউন হল ময়দানে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় থাকতে কিছু উন্নয়ন করেছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর কোন উন্নয়ন হয়নি।  আপনারা এমন সংবর্ধনা দিয়েছেন যেটা আর কখনও দেখিনি। কুমিল্লার এমন ঐতিহ্য আছে। এখান থেকে অনেক খ্যাতিমান নেতা ও লোক তৈরি হয়েছেন। ক্ষমতায় আসার সুযোগ পেলে কুমিল্লাকে আধুনিক শহরের রুপান্তরিত করা হবে বলে জানান তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী।  এর আগে জনসভায় অংশ নিতে কুমিল্লায় পৌঁছেন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে দশটায় গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর কুমিল্লার উদ্দেশে রওনা হয়। তার সফরসঙ্গী হন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। জনসভা শেষে আবার সড়কপথেই ঢাকায় ফিরবেন তিনি।
খালেদার সভাস্থলে জনতার ঢল
বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার জনসভাস্থলে জনতার ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। কিন্তু নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টাউন হল মাঠ। জেলার পার্শ্ববর্তী উপজেলা চান্দিনা, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং, বরুরা, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থান  থেকে খ- খ- মিছিল নিয়ে ¯্রােতের মতো জনসভাস্থলে আসছেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সরকারের পতনের দাবিতে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে মুখরিত হচ্ছে জনসভাস্থল। এদিকে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি অংশে অন্তত ৩০-৪০টি তোরণ ভেঙে ফেলা হয়েছে। রাতের আধারে ট্রাক দিয়ে এসব তোড়ন গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খালেদা জিয়া, তারেক রহমান ও ড. মোশাররফ হোসেনের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

No comments

Powered by Blogger.