গ্রান্ড জুরির রায় অবিশ্বাস্য হৃদয়বিদারক : ব্রাউনের মা

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক মাইকেল ব্রাউনের মা বলেছেন, ‘আদালতের রায় অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।’ বুধবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন লেসলি ম্যাক স্প্যাডেন। সাক্ষাৎকারে লেসলি বলেন, ‘৯ আগস্টের সংঘর্ষের সময় মাইকেল ব্রাউনকে সন্ত্রাসীর মতো দেখাচ্ছিল বলে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন যে মন্তব্য করেছেন এটা অসম্মানজনক। আর এটা হত্যাকাণ্ডের ঘটনাকে অপমানের শামিল।’ এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তা উইলসন বলেন, ‘সংঘর্ষের আগে ব্রাউনকে সন্ত্রাসী মনে হচ্ছিল। সে আমার অস্ত্র লুটে নিতে চাচ্ছিল এবং আমার দিকে তেড়ে আসছিল।’ এর প্রতিক্রিয়ায় সিবিএস টেলিভিশনকে দেয়া অপর এক সাক্ষাৎকারে ব্রাউনের মা বলেন, ‘এ কথার একটি শব্দকেও আমি বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে ভালো করেই চিনি, সে এ ধরনের কাজ করতেই পারে না। সে কাউকে এ ধরনের কাজে প্ররোচণা দিতে পারে না, এমনকি নিজেও এ ধরনের কাজ করবে না।’ ব্রাউনের বাবা সিনিয়র মাইকেল ব্রাউন বলেন, ‘পুলিশের দেয়া বক্তব্য আক্রমণাত্মক।’ তিনি বলেন, ‘আমার ছেলে আইনকে সবসময় শ্রদ্ধা করতো। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কে সঠিক অবস্থানে ছিল এর জবাব কে দেবে? পুলিশের বক্তব্য আক্রমণাত্মক।’ ব্রাউনের বাবা বলেন, তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই জুরি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তিনি ‘হত্যাকারী’ শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার উপযুক্ত শাস্তি দাবি করেন। ফার্গুসন শান্ত, আটক ৪০০ : টানা দু’দিন সহিংস বিক্ষোভের পর কিছুটা শান্ত হয়ে এসেছে ফার্গুসনের রাজপথ। অবিরাম তুষারপাতের কারণে বিক্ষোভকারীদের সংখ্যা কিছুটা কমে এসেছে। খবর রয়টার্সের। সেন্ট লুইসের পুলিশ সদর দফতরের সামনে বুধবার অল্প কয়েকজনকে বিক্ষোভরত অবস্থায় দেখা গেছে। এর আগে এদিন ফার্গুসন থেকে ৪৫ জনসহ মোট ৬০ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে সোমবার থেকে চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে গ্রেফতারের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এদিকে বিক্ষোভকারীদের দ্বিতীয় জুরি গঠনের দাবি প্রত্যাখ্যান করেছেন মিসৌরির গভর্নর জে নিক্সন। গভর্নরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিক্ষোভকারীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ‘হত্যাকারী’ পুলিশ কর্মকর্তার উপযুক্ত শাস্তি দাবি করে। আরেকটি জুরি গঠন করে বিষয়টি পুনর্তদন্তের দাবিও তোলেন অনেকে।

No comments

Powered by Blogger.