ফিলিস্তিন প্রশ্নে ফরাসি পার্লামেন্টে বিতর্ক ২ ডিসেম্বর

ফিলিস্তিন ইস্যুতে ফরাসি পার্লামেন্টে শুক্রবার আলোচনা হতে যাচ্ছে। প্যারিস ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কিনা তা জানা যাবে আগামী ২ ডিসেম্বর। এর আগে, ফ্রান্সের সোশালিস্ট পার্টির নেতা এলিজাবেথ গুইগু এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির পার্লামেন্টে উপস্থাপন করেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রস্তাবটি উত্থাপনের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘদিনের সহিংসতার অবসান ঘটানো। তিনি বলেন, দ্বি-রাষ্ট্রিক সমাধানই সবচেয়ে বড় সমাধান। তিনি আরও বলেন, এখন যদি আমরা বিষয়টিকে গুরুত্ব না দেই তাহলে সহিংসতা চলতেই থাকবে এবং স্থানীয় সহিংসতা এক সময় আঞ্চলিক সহিংসতায় রূপ নেবে।
প্রস্তাবটিতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফরাসি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার প্রস্তাবটি নিয়ে দেশটির সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং আগামী ২ ডিসেম্বর পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনের সময় ওই প্রস্তাবটির ওপরও ভোটাভুটি হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিয়াস সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা এএফপিকে জানান, একটা সময় গিয়ে তার দেশ অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুশিয়ার করে বলেছেন, ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে মারাত্মক ভুল করবে। প্রসঙ্গত, ১৩ অক্টোবর ব্রিটিশ সংসদ এবং ১৮ নভেম্বর স্পেনের সংসদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

No comments

Powered by Blogger.