রামপাল অভিযানে খরচ ৩০ কোটি

ভারতের কুখ্যাত হিন্দু ধর্মগুরু রামপাল দাসকে গ্রেফতারে যে রুদ্ধশ্বাস অভিযান চালানো হয় তাতে সরকারের ৩০ কোটি রুপি (৩৭ কোটি টাকা) খরচ হয়েছে বলে জানিয়েছে সরকার। শুক্রবার চণ্ডিগড়ের পাঞ্জাব ও হরিয়ানার আদালতে এ তথ্য প্রকাশ করা হয়। সতগুরু রামপালজি মহারাজ উপাধি গ্রহণকারী রামপালকে (৬৩) কয়েক দিনের অবরোধ ভেঙে ১৯ নভেম্বর রাতে গ্রেফতার করা হয়। প্রায় ১০ হাজার ভক্ত ও দেহরক্ষী হরিয়ানায় রামপালের দুর্গসম আশ্রমটি ঘিরে রেখেছিল যাতে পুলিশ তাকে গ্রেফতার করতে না পারে। অবশেষে শক্তি প্রয়োগ করে রামপালকে গ্রেফতার করা হয়। এতে এক শিশু ও ৫ নারী মারা যায়। তার বিরুদ্ধে একটি খুনের মামলায় ৪০ বারের বেশি সমন জারি করেন আদালত। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। গ্রেফতারের পর রামপালের আশ্রমে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মজুদ পাওয়া যায়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা হয়েছে। ১২ একর জমির ওপর প্রতিষ্ঠিত আশ্রমটিতে বেশ কয়েকটি অত্যাধুনিক এলিভেটর, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ১ লাখ লোকের এক মাসের খাবারসহ বহু সামগ্রী পাওয়া যায়। তার আশ্রমে সুইমিংপুল রয়েছে। রামপালের আশ্রমের পাশের কক্ষ থেকেই প্রেগন্যান্সি টেস্টও উদ্ধার করা হয়। এনডিটিভি।

No comments

Powered by Blogger.