ইসলামের সঙ্গে সেতুবন্ধন তৈরিতে তুরস্কে প্রথম সফরে পোপ

তুরস্ক তিনদিনের এক সফরে আজ রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন ৭৭ বছর বয়সী পোপ ফ্রান্সিস। ইসলাম ধর্মের সঙ্গে সেতুবন্ধন তৈরি ও মধ্যপ্রাচ্যে দুরবস্থায় থাকা সংখ্যালঘু খৃষ্টানদের সমর্থন দেয়ার লক্ষ্যেই তিনি প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন। প্রথম দিন তিনি রাজধানীতে অবস্থান করবেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। আগামী শনি ও রোববার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল, বাইজ্যানটাইন ও ঐতিহাসিক অটোম্যান সাম্রাজ্য সফর করবেন পোপ। সেখানে প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে ২০০৬ সালে বর্তমান পোপের পূর্বসুরি পোপ ষড়শ বেনেডিক্ট তুরস্ক সফরে তীর্যক মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তার মন্তব্যগুলো ইসলামবিরোধী ছিল, এমন অভিযোগ আনেন সমালোচক ও বিশেষজ্ঞরা। এদিকে পোপ ফ্রান্সিসের সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। পোপের আঙ্কারা সফরের সময় নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২,৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ইস্তাম্বুকে মোতায়েন করা হবে ৭,০০০ পুলিশ।

No comments

Powered by Blogger.