পুলিশকে কলা ছুঁড়ে বিপত্তি...

যুক্তরাষ্ট্রের পশ্চিম কলোরাডোয় ২৭ বছর বয়সী এক যুবক পুলিশকে লক্ষ্য করে কলা নিক্ষেপ করে বিপত্তিতে পড়েছে। ওই অঞ্চলের শেরিফের দুই ডেপুটি কর্মকর্তা ন্যাথান রলফ চ্যানিং নামে ওই যুবকের বিরুদ্ধে তাদের লক্ষ্য করে কলা ছোঁড়ার অভিযোগ এনেছেন। ফ্রুটভেইল এলাকার বাসিন্দা রলফকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গ্রেপ্তার হলফনামা অনুযায়ী, মেসা কাউন্টির ডেপুটি পুলিশ কর্মকর্তা জশুয়া বাঞ্চ ও ডোনাল্ড লাভ তাদের জীবনকে ক্ষণিকের জন্য বিপন্ন মনে করেছিলেন। তারা যদিও খেয়াল করেছিলেন যে তাদের দিকে ছোঁড়া বস্তুর রং হলুদ, তা সত্ত্বেও প্রাণ সংশয়ে ছিলেন তারা। বাঞ্চ লিখেছেন, বিভিন্ন আকৃতি ও রংয়ের হ্যান্ডগান দেখেছেন তিনি। পুলিশ কর্মকর্তারা পিস্তল বের করতে গেলে রলফ চিৎকার করে বলেন, এটা কলা! জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছেন, একটি পরিকল্পিত ইউটিউব ভিডিও ক্যামেরায় ধারণ করতেই তিনি এহেন কাজ করেন। ছুটির দিনের আমেজটা আরও ফুরফুরে ও চাঙ্গা করতেই এমন উদ্ভট পরিকল্পনা তার মাথায় এসেছিল বলে জানান রলফ।

No comments

Powered by Blogger.