শাবকের সাথে বেবুন মায়ের মানবখেলা

অবুঝ সন্তানকে নিয়ে কত না খেলায় মা-বাবা মেতে উঠেন। তাদের খুশি করতে সদা ব্যস্ত থাকেন। ছোট্ট বাবুটাকে কখনো শুয়ে পায়ের ভাঁজের ওপর তুলে গানের তালে তালে উঠা-নামা করান। কখনো সন্তানকে দুই হাতের মুঠোয় তুলে নিয়ে উপরে তুলে ধরেন, আবার মাটিতে নামিয়ে আনেন। সন্তান খিল খিলিয়ে হেসে উঠলে একই খেলার পুনরাবৃত্তিও ঘটান। কিন্তু এই একই খেলা যদি কোনো মা বেবুন খেলে তার সন্তানের সাথে তখন কেমন লাগবে? নিশ্চিয়ই আশ্চর্য হবেন। এমনই এক ঘটনার স্বাক্ষী ৫৪ বছর বয়সী মারিয়ানা দে কার্ক। তিনি দক্ষিণ আফ্রিকার ক্ররুগার ন্যাশনাল পার্কে চমৎকার এ ঘটনার প্রত্যক্ষদর্শী।

শিক্ষকতা পেশায় থাকা এই নারী জানান, অমি যখন যাই তখন পার্কটিতে অনেক বেবুর শাবক মায়ের সাথে খেলছিল। তার ভাষ্য মতে, দেখতে দেখতে আমার চোখ আাটকে গেল এক মা বেবুন ও তার সন্তানের ওপর। মা বেবুনটি প্রথমে সন্তানটিকে মাটি থেকে দুই হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরল, তারপর আবার নিচে নামিয়ে নিলো। ঠিক আমরা যেভাবে সন্তানদের নিয়ে খেলি। একবার খেললে হয়ত ওতটা আশ্চর্য হতাম না। কিন্তু মা বেবুনটি বার বার এভাবেই খেলে যাচ্ছিল। খুব আশ্চর্য হলাম, বেবুন মায়ের এই মানবখেলা দেখে। তিনি বলেন, আমি ঘণ্টার পর ঘণ্টা বেবুনের খেলা দেখেছি কিন্তু এমন কখনও দেখিনি। আমি সাথে সাথে ওই চমৎকার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করি।

সূত্র : ডেইলি মেইল

No comments

Powered by Blogger.