বিশ্বে প্রতিভাধর সাইবার অপরাধীর সংখ্যা ১০০

বিশ্বে বড় ধরনের যতো সাইবার অপরাধ সংঘটিত হয়, তার পেছনে মাথার সংখ্যাটা খুব বেশি নয়। সারা বিশ্বে এ ধরনের সাইবার অপরাধীর সংখ্যা মাত্র ১০০। ইউরোপোল’স সাইবারক্রাইম সেন্টার এ পরিসংখ্যান দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতিষ্ঠানটির প্রধান ট্রোয়েলস ওয়েরটিং বলছিলেন, সীমিত সংখ্যক প্রোগ্রামারের গ্রুপকে টার্গেট করতে হবে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের।  তিনি বলেন, মোটামুটিভাবে আমরা তাদের জানি। আমরা যদি তাদের সমীকরণ থেকে বাদ দিতে পারি, তাহলে বাকিদেরও পতন হবে। সাইবার অপরাধ দমন এখনও দুরূহ লড়াই হিসেবেই পরিগণিত। তিনি বলেন, আমরা এখনও পেরে উঠতে সক্ষম। কিন্তু, অপরাধীদের কাছে আরও উপায় আছে এবং তাদের কোন প্রতিবন্ধকতা নেই। তারা লোভ ও লাভের দ্বারা পরিচালিত এবং তারা এতো দ্রুত ম্যালওয়্যার তৈরি করে যে আমরা সে গতির সঙ্গে পাল্লা দিতে সমস্যায় পড়ি। তিনি বলেন, অপরাধীরা আর আমাদের দেশগুলোতে আসে না। তারা বেশ দূর থেকে অপরাধ সংঘটিত করে এবং এ কারণেই সাধারণ যন্ত্রপাতির সাহায্যে আমি তাদের পাকড়াও করতে পারি না।

No comments

Powered by Blogger.