ইন্টারনেট মানবাধিকার

অন্যান্য মৌলিক অধিকারের মতো ইন্টারনেট সংযোগকেও সব মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ভারতে দু’দিনের এক সফরে গিয়ে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ১০০ কোটিরও বেশি ভারতীয় এখনও ইন্টারনেট সংযোগের বাইরে আছে। জাকারবার্গ বলেন, এদের সবাইকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের বর্তমান এই সিইও আরও বলেন, ‘আমরা এমন এক ইন্টারনেটসেবা চালু করতে যাচ্ছি, যা সবাইকে এক ছাদের তলায় আনবে।’ প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করতে পারেন মার্ক জাকারবার্গ। টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.