ইরানে নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দেবেন ওবামা

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে দেশটির কংগ্রেস সদস্যদের বেশিরভাগ আরও নিষেধাজ্ঞার প্রস্তাব করলে ওবামা সেই বিলে ভেটো দিতে পারেন। তেহরান চুক্তি ভঙ্গ করলে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন অর্ধেকের বেশি রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। এমন একটি বিলে তারা সমর্থন করেছেন বলেও বৃহস্পতিবার জানিয়েছেন সিনেটের এক সহযোগী। তবে এ বিষয়ে এখনই বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা তাদের নেই বলেও জানান তিনি। খবর রয়টার্সের। হোয়াইট হাউস আইন প্রণেতাদের এ ধরনের প্রস্তাবে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে তবে গত নভেম্বরে জেনেভায় পরমাণু বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে যে চুক্তি সই হয়েছে তা বাতিল হয়ে যাবে। 'পরমাণু অস্ত্রমুক্ত ইরান আইন' নামের বিলটিতে সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৫৪ জন এরই মধ্যে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার আরও দু'জন বিলটিতে সমর্থন জানালে মোট সংখ্যা দাঁড়ায় ৫৬ জনে। তবে এটা এখনও নিশ্চিত নয় যে, কবে নাগাদ বিলটি সিনেটে উপস্থাপন করা হবে। প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে। ওবামা নিষেধাজ্ঞা বিলে ভেটো দিলে সিনেটে বিলটিকে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে। তবেই তা পাস হবে। এদিকে এ বছরের শেষ নাগাদ বা আগামী বছর ইরান যদি পরমাণু বিষয় নিয়ে কোনো চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে না পারে, সেক্ষেত্রেও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। নভেম্বরে জেনেভায় যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্ব শক্তি ইরানের সঙ্গে ছয় মাসের অন্তর্বর্তীকালীন একটি চুক্তি সই করেছে। ওই চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম মজুদের পরিমাণ সীমিত করে ইরান তহবিলের কয়েক বিলিয়ন ডলার সম্পদ ব্যবহারের সুযোগ পাবে, যেটা নিষেধাজ্ঞার কারণে বাতিল হয়ে গিয়েছিল। চুক্তিটি বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তি করতে এখনো আলোচনা চলছে।

No comments

Powered by Blogger.