১৫ দিনে এক কোটি সদস্য

দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল আম আদমি পার্টি। ২৬ জানুয়ারির মধ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে শুক্রবার থেকেই 'ম্যায় ভি আম আদমি' নামের এ প্রচারাভিযান শুরু হয়েছে। মেসেজ করে আম আদমিতে নাম লেখাতে পারবে সাধারণ জনগণ। এ অভিযানে নাম নথিভুক্ত করার জন্য ফোন নম্বরও এদিন ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আম আদমির সদস্য হতে চাইলে এখন থেকে কেউ ফোন করে বা মেসেজ করে সদস্য হতে পারবেন।' একটি মোবাইল ফোন থেকে একজন সদস্যই নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। কেজরিওয়াল বলেন, 'মেসেজের মাধ্যমেই প্রত্যেক সদস্যকে তার কোড নম্বর জানিয়ে দেওয়া হবে।' ২৬ জানুয়ারির মধ্যে এক কোটি সদস্যের নাম নথিভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান কেজরিওয়াল। সদস্যপদ পেতে প্রত্যেক ব্যক্তিকে গুনতে হবে ১০ টাকা। এ টাকা পার্টির ফান্ডে জমা হবে বলে জানান তিনি। এ সময় তিনি জানান, ভারতের বিখ্যাত সাংবাদিক আশুতোষসহ বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তি কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টিতে যোগ দেবেন।
মোদিকে সমর্থন কিরণ বেদির কেজরিওয়ালের পুরনো সহযোদ্ধা দুর্নীতিবিরোধী কর্মী ও দিলি্ল পুলিশের সাবেক প্রধান কিরণ বেদি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে সমর্থন দিয়েছেন। টুইটারে পোস্ট করা এক টুইটে তিনি বলেন, 'আমার কাছে সবার আগে দেশ। স্থায়ী, সুনিয়ন্ত্রিত ও সুশাসিত ভারত। একজন স্বাধীন ভোটার হিসেবে আমার ভোট নরেন্দ্র মোদির জন্য বরাদ্দ।' কিরণ বেদির এ মন্তব্যের প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, এ বিষয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নেই। ভারতের একজন নাগরিক হিসেবে তার মত প্রকাশের অধিকার রয়েছে। খবর জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।

No comments

Powered by Blogger.