আমিরের স্বপ্ন

স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবন ও কাজের ওপর ভিত্তি করে একটি ছবি বানাতে চান আমির খান। তার মতে, বর্তমান প্রজন্ম ও বৃহত্তর ভারতবর্ষের কাছে মাওলানা আজাদের কাজ ও আদর্শকে তুলে ধরা দরকার। মাওলানার ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে এপিজে কলকাতা সাহিত্য উৎসবে যোগ দিতে এসে নিজের এই স্বপ্নের কথা জানান তিনি। মাওলানা আবুল কালাম আজাদ হলেন আমিরের প্রপিতামহের ভাই। তাই উৎসবে 'ইন্ডিয়া উইন্স ফ্রিডম' গ্রন্থের লেখক আবুল কালাম আজাদের জীবন ও কাজের ওপর বিশেষ বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বলিউডের ৪৮ বছর বয়সী এই তারকাকে। বক্তব্যের পাশাপাশি ১৯৪৬ সালে নেওয়া মাওলানার একটি সাক্ষাৎকারের অংশবিশেষ পড়ে শোনান তিনি। এদিকে আমিরের টিভি অনুষ্ঠান 'সত্যমেভ জয়তে'র দ্বিতীয় আসর শুরু হবে শিগগিরই।

No comments

Powered by Blogger.