শেষ আটে এক পা রিয়ালের

গোল করে রিয়ালকে প্রথমেই এগিয়ে দেন বেনজেমা
স্প্যানিশ কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আসরটির শেষ ষোলর প্রথম লেগে ওসাসুনার মুখোমুখি হয়ে ২-০ গোলের জয় পায় কার্লো অ্যানচেলত্তির দল। প্রথমার্ধে করিম বেনজেমার গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন রিয়ালের তরুণ স্ট্রাইকার হোসে রডরিগুয়েজ। লুকা মডরিচের পাস থেকে ১৯ মিনিটের মাথায় খেলার প্রথম গোলটি করেন বেনজেমা। বিরতির পরই ক্রিশ্চিয়ানো রোনালদোর পাস থেকে রিয়ালের জয়ের ব্যবধান ২-০ করেন রডরিগুয়েজ। ৭২ মিনিটের মাথায় আরও একটি গোল আদায় করে নিতে পারত স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু গ্যারেথ বেলের শট রোনালদোর পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জয়ের ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। ফিরতি লেগটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে ওসাসুনার মাঠে। সেল্টা ভিগোর বিপক্ষে সোমবার মাঠে নামানো একাদশ খেলাননি অ্যানচেলত্তি। সদ্যই বাবা হওয়া ইকার ক্যাসিয়াসকে তিনি ফিরিয়ে আনেন রিয়ালের গোলপোস্টে। মাঝমাঠে মডরিচ এবং ইলারামেন্দির সামনে বেলকে খেলান অ্যানচেলত্তি। আক্রমণভাগে বেনজেমাকে একক স্ট্রাইকার হিসেবে রেখে রোনালদো ও রডরিগুয়েজকে একটু পেছনে খেলান ইতালিয়ান ম্যানেজার। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, '২-০ ব্যবধানে জিততে পেরে ভালো লাগছে। যদিও আমরা তিন নম্বর গোলটি পেতে পারতাম। ওসাসুনার মাঠে ফিরতি লেগটি মোটেও সহজ হবে না। কিন্তু জয় নিয়ে প্রতিপক্ষের মাঠে যাওয়া সবসময়ই আত্মবিশ্বাসের জোগান দেয়।' ১৬ মিনিটের মাথায় অভিনয় করে রেফারিকে বোকা বানাতে চেয়েছিলেন রডরিগুয়েজ। কিন্তু উল্টো হলুদ কার্ড দেখেন তিনি। তিন মিনিট পরই মডরিচের ফ্রি-কিক থেকে ধেয়ে যাওয়া বলে পা ছুঁইয়ে গোল করেন বেনজেমা। রিয়ালের হয়ে এটা ছিল তার ৯৯তম গোল। ফিরতি লেগে রিয়াল এগিয়ে থাকায় তাদের ভাবনায় এখন কোয়ার্টার ফাইনাল। ওসাসুনার মাঠে সন্তোষজনক ফলাফল পেলে শেষ আটে সম্ভবত আলকোর্কন অথবা এসপানিওলের মুখোমুখি হবে অ্যানচেলত্তির দল। গ্যারেথ বেলের খেলায় সন্তোষ প্রকাশ করে অ্যানচেলত্তি বলেন, 'বেল খুবই ভালো খেলেছে। প্রতিপক্ষের জন্য সে সবসময়ই বিপজ্জনক। সবাই জানে তার ইনজুরি। কিন্তু দ্রুত ফিট করে তুলতে বেলকে গোটা ম্যাচ খেলানো হয়েছে।'

No comments

Powered by Blogger.