আজই যাচ্ছেন সাকিব

(মাত্রই শেষ করলেন বিজয় দিবস টি২০ ক্রিকেট। সাকিব আল হাসান এবার প্রস্তুত হচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লীগ খেলার জন্য) ভারতের আইপিএল খেলা হয়েছে, ইংল্যান্ডের ঘরোয়া টি২০-তেও তিনি পুরনো একজন। শ্রীলংকার এসএলপিএলেও বাদ যাননি। সবশেষে ক্যারিবিয়ান টি২০-তেও ছিল তার সরব উপস্থিতি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেটে বাদ ছিল শুধু অস্ট্রেলিয়ার বিগ ব্যাস। এবার সেখান থেকেও ডাক পেলেন সাকিব আল হাসান। গেইল, স্যামুয়েলসদের মতো তিনিও এখন বিশ্বক্রিকেটের বাজারে দামি ফেরিওয়ালা। বিজয় দিবস টি২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পরের সকালেই বিগ ব্যাসের আমন্ত্রণ আসে তার কাছে। অ্যাডিলেট স্ট্রাইকারসের সে আমন্ত্রণ পেয়েই ভিসার কাজ শুরু করে দেন সাকিব আল হাসান। গতকালও ভিসার জন্য অস্ট্রেলিয়ান দূতাবাসে গিয়েছিলেন এবং বিকেল নাগাদ ভিসা হাতে পেয়ে যান তিনি। এখন টিকিটের খোঁজ করছেন সাকিব। টিকিট পেলে আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন বাঁহাতি এ অলরাউন্ডার। ৫ জানুয়ারির আগে অস্ট্রেলিয়া পেঁৗছাতে চাইছেন তিনি। ১৮ জানুয়ারি পর্যন্ত সাকিবকে চাইছে বিগ ব্যাসের দল অ্যাডিলেট স্ট্রাইকারস। তাদের অধিনায়ক ইয়োহান বোথা ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে সাকিবকে চাইছেন তারা। সময়টা আড়াই সপ্তাহ বলেই অনুমতি দিয়েছে বিসিবি। ১৮ জানুয়ারির পরই দেশে ফিরে আসবেন সাকিব। এ সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলতে পারবেন সাকিব। ৫ জানুয়ারি স্ট্রাইকারসদের ম্যাচ সিডনি সিক্সারদের বিপক্ষে। এ ম্যাচে তিনি খেলতে পারবেন কি-না, সেটা নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর। এরপর মেলবোর্ন স্টারস এবং পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচ ৯ ও ১৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ। আরও একটি সুখবর আছে সাকিবের জন্য। অবশ্য সেটা তামিমের জন্যও আছে। আগামী ২২ জুন ক্রিকেট-তীর্থ লর্ডসের ২০০ বছর পূর্তি। এ উপলক্ষে ৫ জুলাই অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে 'মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব' (এমসিসি)। সে ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন সাকিব ও তামিম। এর আগে তামিম ইকবাল সুযোগ পেয়েছিলেন এশিয়া একাদশের হয়ে মাঠে নামার। এবার সুযোগ পাচ্ছেন বিশ্ব একাদশে।

No comments

Powered by Blogger.