২০১৩ সালে দক্ষিণ এশিয়ায় ২২ সাংবাদিক নিহত

দক্ষিণ এশিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৩ সালে ২২ সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছেন পাকিস্তানে। দ্বিতীয় স্থানে আছে ভারত। দক্ষিণ এশীয় গণমাধ্যম কমিশনের (এসএএমসি) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে পাকিস্তানে ১০, ভারতে ৮, আফগানিস্তানে ৩ ও বাংলাদেশে ১ জন সাংবাদিক নিহত হন। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, অপরাধীদের শাস্তি না হওয়ায় এ অঞ্চলের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্রায়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং মানুষ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এ অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা। ফলে গণমাধ্যম হুমকির মুখে পড়ছে।

No comments

Powered by Blogger.