হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাসান লাক্কিস নিহত

লেবাননের ইসলামপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাসান লাক্কিস মঙ্গলবার বৈরুতে নিহত হয়েছেন। হাসান লাক্কিস মধ্যরাতে কাজ থেকে বাড়িতে ফেরার পথে নিহত হন বলে জানায় হিজবুল্লাহ। এই ঘটনাকে ‘গুপ্তহত্যা’ বলে অভিহিত করেছে হিজবুল্লাহ। বিবিসি জানিয়েছে, লাক্কিস জনসাধারণের কাছে খুব একটা পরিচিত চেহারা না হলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর খুবই ঘনিষ্ঠ ছিলেন।
এদিকে, লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, হাসান লাক্কিস তার বাড়ির কাছে নিজ গাড়িতে থাকা অবস্থায় আক্রমণকারীর গুলিতে গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। হিজবুল্লাহ এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করছে। যদিও এ হত্যাকাণ্ডের বিষয়ে ইসরাইল এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননের বৈরুতে ১৯ নভেম্বরের ইরান দূতাবাসের সামনে বোমা হামলায় সৌদি আরবের জড়িত থাকার অভিযোগ করেন।

No comments

Powered by Blogger.