ফরাসি প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন সুহা আরাফাত

২০০৪ সালে দুরোগ্য ব্যধিতে মারা যাওয়া ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু স্বাভাবিক ছিল- মঙ্গলবার ফরাসি বিশেষজ্ঞদের এমন ফরেনসিক রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন ইয়াসিরপত্নী সুহা আরাফাত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়নি বলেও তিনি দাবি করেন। ফ্রান্সে চালানো ওই ফরেনসিক পরীক্ষার রিপোর্টে বলা হয় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগ করা হয়নি। বরং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছে তারা। এর আগে সুইস ফরেনসিক বিজ্ঞানীদের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আরাফাতের দেহে বিষ প্রয়োগ করা হয়েছিল, তা প্রায় নিশ্চিত। মঙ্গলবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে সুহা বলেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত যে, তাদের কোথাও ভুল হয়েছে। আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়নি।’ তিনি ফরাসি কর্তৃপক্ষের প্রতি সুইস গবেষণার রিপোর্টের ওপর তদন্তের অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি তাদের (ফরাসি গবেষক) সন্দেহ করছি না।
কিন্তু তারা অন্য বিষয়ে দক্ষ। তারা অন্য ধরনের মেডিসিনের ওপর দক্ষতা অর্জন করেছেন।’ ফরাসি ও সুইজারল্যান্ডের গবেষকরা মেডিসিনের ভিন্ন ক্ষেত্র থেকে এসেছে বলে তিনি তার বিবৃতিতে জানান। আরাফাতের স্ত্রী সুহা আরাফাতকে নতুন এ তদন্ত প্রতিবেদনের ফলাফল হস্তান্তর করার পর মঙ্গলবার তিনি এ প্রতিক্রিয়া জানান। আরাফাতের মৃত্যুসংক্রান্ত ফরাসি গবেষকদের এ প্রতিবেদন সুইস বিজ্ঞানীদের তদন্ত প্রতিবেদন থেকে একেবারেই ভিন্ন। গত মাসে সুইস ফরেনসিক বিজ্ঞানীদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, আরাফাতের দেহ পরীক্ষায় উচ্চমাত্রার তেজস্ক্রিয় পোলোনিয়াম-২১০ পাওয়া গেছে। প্রসঙ্গত, ২০০৪ সালের নভেম্বরে প্যারিসের এক হাসপাতালে মারা যান অসুস্থ আরাফাত। তার মৃত্যুর কারণ নিয়ে তখন থেকেই নানা জল্পনা-কল্পনা চলছে। তখন আরাফাতের চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছিল, রক্তের গোলমাল থেকে স্ট্রোকে তিনি মারা যান। রক্তের গোলমালের কারণ কি ওই সময় তা নির্ধারণ করতে পারেননি ফ্রান্সের ডাক্তাররা। বহু ফিলিস্তিনিরই ধারণা ইসরাইল আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছে। আরাফাতের বিধবা স্ত্রীও এ অভিযোগে আদালতে মামলা করার পর ফ্রান্স ২০১২ সালের আগস্টে আরাফাতের মৃত্যুর তদন্ত শুরু করে।

No comments

Powered by Blogger.