ক্ষণজন্মা, সংগ্রামী ম্যান্ডেলার সংক্ষিপ্ত জীবনী
মানবজাতির মর্যাদাকে সমুন্নত রাখতে স্বাধীনতা ও সাম্যের যে বাণী প্রতিষ্ঠিত করতে ম্যান্ডেলা আজীবন সংগ্রাম করেছিলেন, তার মৃত্যুতে বিশ্ববাসী শোকাচ্ছন্ন। জনদরদী মহান এ নেতার সংক্ষিপ্ত জীবনী এখানে উপস্থাপন করা হলো:
সাল - উল্লেখযোগ্য ঘটনাবলী
১৯১৮: ১৮ই জুলাই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন।
১৯৪৩: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান।
১৯৫৬: ম্যান্ডেলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ গঠন। ৪ বছর বিচার চলার পর অভিযোগ প্রত্যাহার।
১৯৬২: প্ররোচিত করা বা উস্কে দেয়া এবং বিনা পাসপোর্টে দেশত্যাগের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার। ৫ বছর কারাদণ্ড।
১৯৬৪: অন্তর্ঘাতের অভিযোগে অভিযুক্ত ও যাবজ্জীবন কারাদণ্ড।
১৯৯০: কারামুক্তি।
১৯৯৩: শান্তিতে নোবেল পুরস্কার জয়।
১৯৯৪: প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৯৯: নেতার দায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যান্ডেলা।
২০০১: প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।
২০০৪: জনসমক্ষে যাওয়া থেকে অবসরের সিদ্ধান্ত।
২০০৫: এইচআইভি (এইডস) ভাইরাসে আক্রান্ত হয়ে পুত্রের মৃত্যুর ঘোষণা।
২০১১ থেকে ২০১৩: ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বারবার হাসপাতালে ভর্তি হওয়া ও সুস্থ হয়ে বাড়ি ফেরা। এ বছরের ১লা সেপ্টেম্বর বাড়ি ফেরা ও সেখানে নিবিঢ় পরিচর্যায় থাকা। গতকাল ৫ই ডিসেম্বর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন জনদরদী এ নেতা।
No comments