মৃত্যুর মুখেও বাঁচতে শেখাচ্ছেন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এর মাধ্যমে তিনি এখনও মানুষকে বাঁচতে শেখাচ্ছেন বলে মনে করেন তার কন্যা মাকাজিউই ম্যান্ডেলা। মঙ্গলবার মাকাজিউই এসএবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাবা এখনও আমাদের সঙ্গে আছেন, এই খারাপ পৃথিবীতে এমনকি মৃত্যুশয্যাও তিনি ভীষণ শক্ত ও খুব সাহসী। আমার মনে হয় তিনি এখনও আমাদের শিক্ষা দিচ্ছেন।’
‘তিনি আমাদের ধৈর্য, ভালোবাসা ও সহ্যের শিক্ষা দিচ্ছেন।’ ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছরের শুরুর দিকে তিন মাস হাসপাতালে ভর্তি ছিলেন ম্যান্ডেলা। বর্তমানে জোহানেসবার্গে নিজ বাড়িতে তার চিকিৎসা চলছে বলে বুধবার এএফপির এক খবরে বলা হয়েছে। ‘বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট আমাকে মোহাবিষ্ট করে রাখে। ভাবতে অবিশ্বাস্য লাগে যে, আমার জন্ম এমন একজন শক্তিশালী ও যোদ্ধা মানুষের থেকে এবং এ জন্য প্রায়ই আমি নিজেকে চিমটি কাটি।’ ‘এমনকি সেখানে এমন মুহূর্তও এসেছে যখন আমরা দেখেছি তিনি লড়াই করছেন, তখনও তার মধ্যে যুদ্ধ করে যাওয়ার মনোবল বজায় ছিল।’ গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলাকে দেখে আসার পর বলেছিলেন, ‘ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল কিন্তু জটিল।’

No comments

Powered by Blogger.