তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন সৌলিক

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় 'টাইফুন সৌলিক'। গতকাল শুক্রবার দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানার কথা ছিল ঝড়টির। ঘূর্ণিঝড়ের কারণে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানায়, টাইফুন সৌলিক গতকাল সকালে ইলান অঙ্গরাজ্য থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৩ কিলোমিটার। গতকালই সেটি দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। ঝড়ের কারণে টানা এক সপ্তাহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আশঙ্কা আছে ভূমিধসেরও।
এরই মধ্যে হাজার হাজার গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঝড়ের সময় জনসাধারণকে বাইরে না থাকার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার প্রায় দুই হাজার পর্যটককে গ্রিন আইসল্যান্ড থেকে অপসারণ করা হয়। ২০০৯ সালের আগস্টে ঘূর্ণিঝড় মোরাকতে সেখানে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.