যোগাযোগমন্ত্রী বললেন-অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানের কারণেই পদ্মা সেতুতে বিলম্ব

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবাস্তব অবস্থানের কারণেই পদ্মা সেতুর কাজ সময়মতো শুরু করা যায়নি বলে মন্তব্য করলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুতে রাশিয়া ও চীনের প্রস্তাব অগ্রহণযোগ্য উল্লেখ
করে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, 'প্রস্তাব দেওয়ার এক দিন যেতে না যেতে অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য জনগণকে হতাশ করে।... তিনি (অর্থমন্ত্রী) শিক্ষিত মানুষ। একদিন উনি যখন আত্মজীবনী লিখবেন, তখন হয়তো স্বীকার করবেন যে তাঁর অবাস্তব অবস্থানের কারণেই পদ্মা সেতুর কাজ সময়মতো শুরু করা যায়নি।'
যোগাযোগমন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় নবীনগর-কালিয়াকৈর ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থান সময়মতো পদ্মার মূল সেতুর কাজ শুরু করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা সময়মতো সেতুর কাজ শুরু করতে পারিনি তাঁর (অর্থমন্ত্রীর) অবাস্তব অবস্থানের কারণে।' যোগাযোগমন্ত্রী আরো বলেন, "অর্থমন্ত্রী মাঝেমধ্যেই কিছু 'সুইপিং রিমার্কস' করেন, যেটা মানুষকে হতাশ করে। এ ছাড়া তিনি অনেক সময় তাড়াহুড়া করে মন্তব্য করেন, যা কার্যক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আমাদের মতো ব্যক্তিদের ভেবেচিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিত।"
পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের মেয়াদে পদ্মা সেতুর কাজ শুরু করতে কোনো সমস্যায় পড়তে হবে না। কারণ, বাজেটে আট হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার ফলে আগামী এক বছর ভালোভাবে কাজ করা সম্ভব হবে।' যোগাযোগমন্ত্রী আরো বলেন, সাত কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার আশুলিয়া-বাইপাইল মহাসড়কের সংস্কারকাজ আগামী সেপ্টেম্বর নাগাদ শেষ হবে।
সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবলে ধাক্কা দিলেও তা শাপে বর হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 'দলের সবাইকে ভুল-ত্রুটি সংশোধন করে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের কর্মীরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।'

No comments

Powered by Blogger.