মিয়ানমারে দাঙ্গা-২০ বৌদ্ধর কারাদণ্ড

মিয়ানমারের মেইকতিলা শহরে গত মার্চের দাঙ্গার ঘটনায় ২০ বৌদ্ধের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। গতকাল শুক্রবার পুলিশ ও আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত বুধ ও বৃহস্পতিবার ২০ বৌদ্ধের বিরুদ্ধে আদালত রায় দেন। গত মার্চের দাঙ্গার ঘটনায় তাদের বিরুদ্ধে খুন, মারধর, চুরি, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। এর মধ্যে চুরির মতো অপরাধে দুই বছর এবং হত্যার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন একাধিক অভিযোগে অভিযুক্ত। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বা সান নামের এক আইনজীবী জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে একটি মুসলিম আবাসিক স্কুলে হামলাকারীরাও আছে।
গত ২০ মার্চ মেইকতিলা শহরে এক মুসলমান স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বৌদ্ধ দম্পতির বাগ্বিতণ্ডার সূত্র ধরে শহরজুড়ে উভয় সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ৪৪ জনের মৃত্যু হয়। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.