'তথ্য ফাঁস' ঠেকাতে টাইপরাইটার কিনছে রাশিয়া

উইকিলিকস এবং এডওয়ার্ড স্নোডেনের হাতে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস হওয়ার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দিয়েছে রাশিয়া। নথি ফাঁসের ভয়ে সম্প্রতি টাইপরাইটার কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসও)।
রাষ্ট্রীয় ক্রয়সংক্রান্ত বিভাগের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এফএসও টাইপরাইটার কেনার জন্য ৯ হাজার ৮৬০ পাউন্ডের (চার লাখ ৮৬ হাজার রুবল) একটি দরপত্র জারি করেছে। কেন এগুলো কেনা হচ্ছে- তার কোনো কারণ সেখানে উল্লেখ করা হয়নি। তবে এফএসওর সূত্র দিয়ে রাশিয়ান পত্রিকা ইজভেসতিয়া জানায়, কম্পিউটারের মাধ্যমে তথ্য ফাঁসের হাত থেকে রক্ষা পেতে টাইপরাইটার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সূত্র জানায়, '২০০৯ সালে লন্ডনে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের এক আলোচনায় আড়িপাতা হয়। এ খবর জানার পর কাগুজে নথিপত্র বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।' সূত্রটি আরো জানায়, প্রতিরক্ষা এবং জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ে ইতিমধ্যেই টাইপরাইটারের ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিছু প্রতিবেদনও তৈরি করা হয়েছে টাইপরাইটার মেশিনে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.