জনগণের উদ্দেশে নাসিম-ভুল করেছি সংশোধনের সুযোগ দিন

সরকার পরিচালনা করতে গিয়ে নিজেদের কিছু ভুল আছে স্বীকার করে তা সংশোধনের জন্য জনগণের কাছে সুযোগ চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখা আলোচনা সভাটির আয়োজন করে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, 'সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের কিছু ভুল হয়েছে। এ ভুলের কারণে আমাদের কেউ কেউ ভুল বুঝে থাকতে পারেন। তাদের বলব, আমাদের ভুল সংশোধনের সুযোগ দিন। যদি সংশোধনের সুযোগ করে না দেন তবে দেশবাসী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।' নাসিম আরো বলেন, 'জনগণের অধিকার আছে তাঁরা কিভাবে শাসিত হবে। আমরা নই, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে ত্রুটি-বিচ্যুতিসহ গণতান্ত্রিক শাসনে থাকতে চান; নাকি জঙ্গিবাদী শাসনে থাকতে চান। যদি আমাদের আবার সুযোগ না দেন তবে দেশে জঙ্গিবাদী দুঃশাসন আসবে।'
জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসার সুযোগ করে দেবে আশাবাদ প্রকাশ করে নাসিম বলেন, 'সাময়িক ভুল হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেশবাসী ভুল করবে না। দেশের জনগণের প্রতি আমাদের এ বিশ্বাস আছে। সাময়িক বিপর্যয় হলেও চূড়ান্ত লড়াইয়ে আমরাই জয়ী হব। তবে ভুল সংশোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।'
পাঁচ সিটি করপোরেশনে পরাজিত হলেও আওয়ামী লীগ হতাশ ও শঙ্কিত নয় বলে মন্তব্য করেন নাসিম। তিনি বলেন, 'গত কয়েক দিনের পত্রিকায় ছাপা হয়েছে আমরা হতাশ ও শঙ্কিত। কিন্তু আমরা হতাশ নই, শঙ্কিতও নই। প্রতিকূল স্রোতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে। যেকোনো বিপর্যয় ঐক্যবদ্ধভাবে কাটিয়ে উঠতে পারে আওয়ামী লীগের কর্মীরা।' তিনি আরো বলেন, 'এক-এগারোর আগে যে কুশীলবরা সোচ্চার ছিলেন, তাঁরা এখন আবার কথা বলতে শুরু করেছেন। আওয়ামী লীগকে পরাজিত করে সেই দুঃশাসনের সময় ফিরিয়ে আনতে সোচ্চার হয়েছেন বুদ্ধিজীবী নামধারীরা।'
আয়োজক সংগঠনের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান প্রমুখ।

No comments

Powered by Blogger.