মঙ্গলে বসতি গড়ার পক্ষে অলড্রিন

১৯৬৯ সালের ২১ জুলাই নিল আর্মস্ট্রংয়ের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদে পা রেখে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাজ অলড্রিন। ঐতিহাসিক সেই ঘটনার ৪৪ বছর পর এখন তাঁর অভিমত, মঙ্গলে মানুষ পাঠানোর সময় এখনই।
খুব তাড়াতাড়ি শুরু করতে হবে এ মিশন। শুধু তা-ই নয়, লাল গ্রহটি (মঙ্গলে) মানুষের স্থায়ী উপনিবেশ করে তোলার পরিকল্পনা নিয়ে ভাবনা শুরু করা উচিত।
মঙ্গলে কেন নভোচারী পাঠানো নিয়ে ভাবা উচিত- এর ব্যাখায় অলড্রিন বলেছেন, মানুষের প্রকৃতিই হচ্ছে উন্মোচন, বসতি গড়ার জন্য নতুন স্থানের সন্ধান করা। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ঝুঁকিপূর্ণ এ উদ্যোগ যুক্তরাষ্ট্র নিতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, 'এসব ক্ষেত্রে সরকারকেই নেতৃত্ব দেওয়া উচিত। বেসরকারি উদ্যোক্তারা সব সময় মুনাফার আশায় বিনিয়োগ করে। এ কারণে আমরা ব্যক্তিগত বিনিয়োগের ওপর নির্ভর করে চাঁদে যাইনি।' সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.