দৈনন্দিন বিজ্ঞান-হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে একটি পর্যালোচনায় হোমিওপ্যাথি ওষুধের সমালোচনা করে একে প্লাসিবো বা মেকি ওষুধের সঙ্গে তুলনা করা হয়েছে। ল্যানসেটে বলা হচ্ছে এ নিয়ে আর কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই এবং চিকিৎসকদের
এখন সৎ এবং সাহসী পদক্ষেপ নিয়ে রোগীদের জানাতে হবে যে হোমিওপ্যাথিতে উপকার হয় না। সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা হোমিওপ্যাথি-সংক্রান্ত আগের ১১০টি পরীক্ষার পর্যালোচনা করার পর এমন কোনো শক্ত প্রমাণ পাননি, যা থেকে দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ প্লাসিবোর চেয়ে ভালো কাজ করে। প্লাসিবো হচ্ছে এক ধরনের মেকি ওষুধ, যা দেখতে ওষুধের মতো হলেও তাতে আসলে কোনো ওষুধ থাকে না। রোগীকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য সাধারণত প্লাসিবো দেওয়া হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এই যে পর্যালোচনা হয়েছে, তাতে মূল ভূমিকা রেখেছেন সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের মহামারি বিদ্যা বিভাগের প্রফেসর ম্যাথিয়াস এগ্গার। তাঁর মতে, হোমিওপ্যাথি থেকে অনেক লোক উপকার পাওয়ার যে অভিজ্ঞতা লাভ করে, তার একটা বিকল্প ব্যাখ্যা হচ্ছে এর প্লাসিবোর প্রভাব। হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে বিতর্ক অবশ্য নতুন কোনো বিষয় নয়। বছর তিনেক আগে একজন মার্কিন জাদুকর ঘোষণা দিয়েছিলেন, পরীক্ষাগারে নজরদারি ব্যবস্থার মধ্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে হোমিওপ্যাথি ওষুধ সত্যি সত্যি লোকের রোগ সারাতে পারে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। সেই প্রাথমিক পরীক্ষায় আজ পর্যন্ত কেউ পাস করেনি।

No comments

Powered by Blogger.