রিভিউয়ের শুনানি ২৪ জানুয়ারি- বঙ্গবন্ধু হত্যা মামলা

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পাঁচ খুনীর সুপ্রীমকোর্টের রায় রিভিউর শুনানি আজ। পাঁচ খুনী পৃথক পৃথক আবেদন করলেও একই সঙ্গে শুনানি হবে। শুনানি নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের রায় কার্যকরের সম্ভাবনা সবচেয়ে বেশি।
যদিও এখন পর্যনত্ম দুই খুনী লে. কর্নেল (বরখাসত্ম) সৈয়দ ফারম্নক রহমান ও লে. কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশীদ খান রাষ্ট্রপতির কাছে প্রাণভিৰার আবেদন করেনি। এদিকে শনিবার তিন খুনীর আত্মীয়স্বজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাৰাত করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে লে. কর্নেল (অব) একেএম মহিউদ্দিনের (ল্যান্সার) স্ত্রী, শ্যালক, ভাই-বোনসহ ৫ জন, একটার দিকে লে. কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশীদ খানের স্ত্রী, শ্যালক, মামাত ভাই, বোনসহ ৬ জন দুপুর ২টার দিকে মেজর (অব) বজলুল হুদার স্ত্রী, মেয়ে, ভাইবোন সহ ৫ জন খুনীদের সঙ্গে দেখা করেছে। এ সময় কারা কর্তৃপৰ কিছু বলতে অপারগতা প্রকাশ করেছে। যদিও খুনী মেজর (অব) বজলুল হুদার বোন মাহফুজা পাশা সাংবাদিকদের বলেছে, তার ভাই কারাগারে স্বাভাবিক রয়েছে। ৩ জানুয়ারি তিন খুনী মেজর (অব) বজলুল হুদা, লে. কর্নেল (অব) একেএম মুহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) এবং লে. কর্নেল (অব) মহিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিৰার আবেদন করেছে। রাষ্ট্রপতি ১৭ জানুয়ারি তাদের আবেদন নাকচ করে দিয়েছেন। হিসেব অনুযায়ী ১৭ জানুয়ারির পর ২১ থেকে ২৮ দিনের মধ্যে তাদের মৃতু্যদ- কার্যকর হবার কথা। যদিও এই তিন জনের রিভিউ শুনানি আজ অনুষ্ঠিত হবে। রিভিউ নাকচ হলে তাদের আর কোন পথ নেই। যে কোন সময় ফাঁসির রশি গলায় পড়বে। অন্যদিকে অপর দুই খুনীর রিভিউ নিষ্পত্তি হবার পর রাষ্ট্রপতির নিকট প্রাণভিৰার আবেদন করতে পারবে। তারপর তাদের রায় কার্যকর করা হবে।

No comments

Powered by Blogger.