অদ্ভুত আইন-উঁচু হিল পরা নিষেধ by শর্মিলা সিনড্রেলা

পোশাকের সঙ্গে মানানসই স্যান্ডেল না হলে কি আর সৌন্দর্য সম্পূর্ণ হয়! আর এখন তো বাহারি স্যান্ডেলের যুগ। ফ্যাশন সচেতন মেয়েদের কাছে ফ্যাশন মানেই সবার থেকে আলাদা করে নিজেকে উপস্থাপন করার প্রতিনিয়ত পরীক্ষণ। তাই পছন্দের তালিকায় কখনো নিচু হিল তো আবার কখনো উঁচু।


কিন্তু যদি পার্টি পোশাক বা জিনস সবটার সঙ্গেই বরাবর পরতে হয় নিচু হিল, তাহলে বোধহয় ফ্যাশন সচেতন সবার জন্য একটু ঝামেলাই হয়। দেশ-বিদেশের নেটওয়ার্ক সাইটের মাধ্যমে এখন সবাই জানে বর্তমানে বিশ্বে প্রচলিত ফ্যাশনটা কী। সেই সময়ে যদি কোনো একটা শহরে বেঁধে দেওয়া হয় যে শহরের মধ্যে উঁচু হিল পরা যাবে না, তাহলে? হুম! এমনই সমস্যার মধ্যে পছন্দের উঁচু হিলের স্যান্ডেলপ্রীতি ছাড়তে হয়েছে ক্যালিফোর্নিয়ার কার্মেলের মেয়েদের। কেননা সেখানকার আইন গ্রন্থে আছে এক অদ্ভুতুড়ে আইন। আর তা হলো, কোনো মেয়ে শহরের সীমার মধ্যে উঁচু হিল পরতে পারবে না। বুঝুন তাহলে অবস্থা! ক্যালিফোর্নিয়ার কার্মেলে যাওয়ার আগে একবার নিজের জুতোজোড়া দেখে নিতে ভুলবেন না যেন!

No comments

Powered by Blogger.