রসকারণ-চুম্বনে চোখ বন্ধ হয়ে আসে কেন? by আব্দুল কাইয়ুম

চুম্বন যেমন হূদয়গ্রাহী, তেমনি সুস্বাস্থ্যের প্রতীক। বিজ্ঞানীরা শুধু এ দুটি ব্যাপারেই সন্তুষ্ট নন। তাঁরা এর মধ্যে আরও কিছু বের করার চেষ্টা করে চলেছেন। চুম্বনের সময় কেন উভয়ের চোখ বন্ধ হয়ে আসে, তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই।


তাঁরা দেখেছেন, চুম্বনের সময় দেহ-মনে যে আবেগের সঞ্চার হয়, তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টার একটি প্রকাশ হলো চোখ বন্ধ করে কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে দেওয়া। এতে দুটি উপকার—একদিকে অস্বাভাবিক হূৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, অন্যদিকে মনের আবেগের স্বাদও গ্রহণ করা যায়। অবশ্য অনেকের মতে, চুম্বনের সময় যেহেতু প্রেমিক-প্রেমিকার মুখ খুব কাছাকাছি চলে আসে, তাই একে অপরের পূর্ণ চেহারা দেখতে পারে না। তাদের হূদয়ে প্রেমের মানুষটির যে সুন্দর চেহারাটা ভাসে, চুম্বনের সময় তা দেখা না গেলে তো আনন্দই মাটি! তাই চোখ বন্ধ করে কল্পনায় সৌন্দর্য উপলব্ধি করাই শ্রেয়।

No comments

Powered by Blogger.