অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্র-কিউবা আলোচনা

যুক্তরাষ্ট্র ও কিউবা সরকারের মধ্যে গত বুধবার থেকে অভিবাসন-প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকায় এবারের আলোচনাও ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে দুই দেশের মধ্যে চার দফা আলোচনা হচ্ছে। সর্বশেষ গত জুনে অনুষ্ঠিত আলোচনাটি গুপ্তচরবৃত্তির অভিযোগে হাভানায় এক মার্কিন নাগরিককে গ্রেপ্তারের ইস্যুতে ভেস্তে যায়। ওই আলোচনায় মার্কিন কর্মকর্তারা এ ঘটনার কড়া সমালোচনা করে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি দাবি করেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০০৯ সালের ডিসেম্বরে মার্কিন নাগরিক অ্যালান গ্রসকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি হাভানায় কারাভোগ করছেন।

No comments

Powered by Blogger.