চট্টগ্রামের শেয়ারবাজারে লেনদেন-সূচক নিম্নমুখী

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও শেয়ারের দরপতন ঘটেছে। পাশাপাশি লেনদেনও কমে গেছে। সিএসইতে দিনভর সূচকের ওঠানামার পর সার্বিক মূল্যসূচক ২৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০৯-এ।
বৃহস্পতিবার ১৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫২টির। এ ছাড়া চার কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে ৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিনের চেয়ে তা ৫৭ কোটি টাকা কম। বুধবার সিএসইতে প্রায় ১৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
চট্টগ্রাম শেয়ারবাজারে গতকাল দাম বাড়ায় শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, তাল্লু স্পিনিং, প্রগতি লাইফ ইনসু্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স ও আনোয়ার গ্যালভানাইজিং।

No comments

Powered by Blogger.