দল বিলুপ্তির বিরুদ্ধে সু চির আপিল

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিলুপ্তির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন। গত বছরের নির্বাচনের আগে দলটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সু চির আইনজীবী ও এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘আজ বিকেলে আমরা নেপিডোতে (রাজধানী) সুপ্রিম কোর্টে বিশেষ আপিল দায়ের করেছি। আমরা জবাবের অপেক্ষায় রয়েছি।’
সাত বছরেরও বেশি সময় গৃহবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পান সু চি।
মুক্তির পরপরই এনএলডি বিলুপ্ত করায় জান্তার বিরুদ্ধে একটি মামলা করেন সু চি। কিন্তু তাঁর ওই মামলার শুনানি করতে অস্বীকৃতি জানান আদালত। এর আগে দলের বিলুপ্তি ঠেকাতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে ব্যর্থ হন সু চি।

No comments

Powered by Blogger.