নাৎসি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত বেড়েছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনার তদন্ত গত বছর বেড়েছে। ইহুদি মানবাধিকারবিষয়ক সংগঠন সিমোন ভিসেনথাল সেন্টার (এসডব্লিউসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত ৮৫২টি যুদ্ধাপরাধের ঘটনার তদন্ত করা হয়েছে। ২০০৮-০৯ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৭০৬টি।
সাবেক নাৎসিদের বিরুদ্ধে তদন্ত জোরদারের স্বীকৃতি হিসেবে জার্মানিকে ‘এ’-গ্রেড দিয়েছে এসডব্লিউসি। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য শুধু যুক্তরাষ্ট্রকেই সর্বোচ্চ গ্রেড দিয়েছিল সংগঠনটি।
এসডব্লিউসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭-০৮ সালে ৬০৮টি ঘটনার তদন্ত করা হয়। সে হিসাবে এবার টানা দ্বিতীয় বছরের মতো তদন্তের সংখ্যা বেড়েছে। সংগঠনের জেরুজালেম শাখার প্রধান এফরাইম জুরোফ বলেন, জার্মানিতে এ ধরনের ঘটনার তদন্তের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

No comments

Powered by Blogger.