মেক্সিকোয় মাদকচক্রের প্রধান নিহত

মেক্সিকো সরকার সে দেশের মাদক চোরাচালানিদের বিরুদ্ধে লড়াইয়ে একটি সফলতা অর্জন করেছে। দেশটির কুখ্যাত ‘লা ফেমিলিয়া’ মাদক চোরাচালানি দলের প্রধান নাজারিও মরেনো গঞ্জালেস নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
সরকারের মুখপাত্র আলেজান্দ্রো পোয়ের গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের অ্যাপাটজিনগান শহরে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে মারা গেছেন মরেনো গঞ্জালেস। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় লা ফেমিলিয়ার আরও তিন সদস্য, পাঁচজন পুলিশ কর্মকর্তা ও তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হন।
মেক্সিকোর সরকারের ঘোষিত শীর্ষ ২৪ জন মাদক চোরাচালানির তালিকায় মরেনো গঞ্জালেসের নাম রয়েছে। তাঁর মাথার দাম ২৪ লাখ ডলার ঘোষণা করা হয়েছিল।

No comments

Powered by Blogger.