এলএনজি প্ল্যান্ট নির্মাণ করবে রাশিয়া ও জাপান

জাপান ও রাশিয়া যৌথভাবে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট নির্মাণ করতে যাচ্ছে। রাশিয়ার ভ্লাদিভস্তোক বন্দরে এটি নির্মাণ করা হবে।
গতকাল শনিবার জাপানের ইয়োমুরি শিম্বুন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে এলএনজি প্ল্যান্টটি উত্পাদনে যাবে। প্ল্যান্টের বার্ষিক উত্পাদনক্ষমতা হবে ৫০ লাখ মেট্রিক টনেরও বেশি। এ প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ কয়েক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
পত্রিকাটি আরও জানায়, প্ল্যান্ট নির্মাণে প্রাক জরিপকাজ শুরু করতে জাপান এ মাসের শেষের দিকে রাশিয়ার সর্ববৃহত্ গ্যাস প্রতিষ্ঠান গজপ্রমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। দেশ দুটি প্রস্তাবিত জায়গায় একটি রাসায়নিক প্ল্যান্ট নির্মাণেরও পরিকল্পনা করছে।
প্রসঙ্গত, রাশিয়া নিয়ন্ত্রিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে মস্কো ও টোকিওর মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দেওয়া সত্ত্বেও জাপানি সংবাদপত্রে এই সংবাদটি প্রকাশ করা হয়।

No comments

Powered by Blogger.