কলম্বিয়ায় ভূমিধসে চাপা পড়েছে ২০০ মানুষ

কলম্বিয়ায় ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়ার পর ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের পর গত রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত একজনের মৃতদেহ এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেডক্রসের কর্মীরা এ কথা জানান।
কলম্বিয়া রেডক্রসের উপপরিচালক সেজার উরুয়েনা বলেন, ‘ প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছে। আমরা ইটপাথরের টুকরো সরিয়ে দেখার চেষ্টা করছি কেউ জীবিত আছে কি না।’ তিনি জানান, মাটির নিচে চাপা পড়া বাড়িগুলো তিনতলা। ধারণা করা হচ্ছে, প্রতিটি বাড়িতে গড়ে ১৫ থেকে ২০ জন লোক ছিল। ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে চাপা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালান। এ সময় তাঁরা ইটপাথরের টুকরো সরানোর কাজে উদ্ধারকর্মীদের সহায়তা করেন।

No comments

Powered by Blogger.