অর্থবছরের পাঁচ মাসে প্রবাসী-আয় কমেছে ৩ শতাংশ

প্রবাসী বাংলাদেশিরা চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে প্রায় ৪৫২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩ শতাংশ কম।
আগের অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৪৬৬ কোটি ডলার। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রস্তুত তথ্যে দেখা যায়, নভেম্বর মাসে প্রবাসীরা ৯৪ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের নভেম্বরের তুলনায় প্রায় ১০ কোটি ডলার কম। তবে চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স-প্রবাহ কিছুটা বেড়েছে।
ঈদুল আজহার কারণে নভেম্বর মাসে রেমিট্যান্স-প্রবাহ বেড়েছে বলে মনে করা হচ্ছে। ঈদের খরচ মেটাতে প্রবাসীরা প্রিয়জনদের কাছে সাধারণভাবেই বেশি বেশি টাকা পাঠিয়ে থাকেন।
তবে সূত্রগুলো বলছে, সামগ্রিকভাবে বিশ্বমন্দার কারণে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরে আসায় রেমিট্যান্স-প্রবাহ কমে আসছে।
এর আগে চলতি অর্থবছরের জুলাই মাসে ৮৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার, আগস্টে ৯৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ৮৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার এবং অক্টোবরে ৯২ কোটি ৩২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
দেশে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স-প্রবাহ গত বছরের তুলনায় কমে যায়।

No comments

Powered by Blogger.