সত্যিই রিয়াল ছাড়ছেন কাকা

একদিকে স্বদেশি রোনালদিনহোর হাত বাড়িয়ে ডাকা। অন্যদিকে মরিনহোর কাছে ব্রাত্য হয়ে পড়া। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে আর বেশি দিন থাকা হচ্ছে না বলে ধরে নিচ্ছে অনেকেই। কাকা নিজেও সেই ইঙ্গিত দিচ্ছেন। বলছেন, আর অল্প কয়টা দিনই নাকি রিয়াল মাদ্রিদে আছেন। তা কত দিন? আসছে গ্রীষ্ম পর্যন্ত—বলে দিয়েছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার।
যে ধাম ছেড়ে এসেছেন, সেখানেই নাম লেখাতে পারেন কাকা। চারদিকে গুঞ্জনটা সে রকমই। এসি মিলানও তাঁকে আবার ফিরিয়ে নিতে ইচ্ছুক। কাকাকে আবার দলে নিলে শুধু আরেকজন মহারথীর দলভুক্তিই নিশ্চিত হয় না; সঙ্গে রোনালদিনহোর ‘যাই যাই’ করাটা বন্ধ করা যায়। বেশ কিছুদিন ধরেই এসি মিলান ছেড়ে নিজের দেশ ব্রাজিলে চলে যাওয়ার কথা ভাবছেন সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড়। কিন্তু কাকা মিলানে নাম লেখালে আর যাবেন না বলেছেন তিনি।
এটা হলে কিন্তু বেশ হয়। এসি মিলানে তৈরি হয় একটা ব্রাজিলিয়ান বলয়। রোনালদিনহো, পাতো আর রবিনহো তো আছেনই। কাকা যুক্ত হলে তো ত্রয়ী হয়ে যাবে চতুষ্টয়। এটা কি সত্যি হবে? হতেই পারে। কাকা তো বলেই দিলেন, ‘পুরো সেরে উঠলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলব। এই গ্রীষ্ম পর্যন্ত মাদ্রিদেই থাকছি।’

No comments

Powered by Blogger.