পিসিবি ‘আলী বাবা ও চল্লিশ চোর’

স্পট ফিক্সিং ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সদস্যদের (পিসিবি) কত কিছুই না শুনতে হয়েছে। তবে ইংল্যান্ডে পাকিস্তানের রাষ্ট্রদূত ওয়াজিদ শামসুল হাসান পিসিবির ম্যানেজমেন্টকে একেবারেই অন্যরকম একটা তকমা দিয়েছেন। ‘পিসিবির ম্যানেজমেন্ট হচ্ছে আলী বাবা ও চল্লিশ চোর’—বলেছেন ওয়াজিদ।
পাকিস্তান জাতীয় সংসদের স্থায়ী কমিটির এক বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে লেখা ওয়াজিদের এই চিঠির ভাষ্য প্রকাশ করা হয়। বৈঠকটি হয়েছিল পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া স্পট ফিক্সিং নিয়ে। এত তকমা থাকতে পিসিবি ম্যানেজমেন্টকে ‘আলী বাবা ও চল্লিশ চোর’ বললেন কেন? ব্যাখ্যাটা শুনুন ওয়াজিদের চিঠি থেকেই, ‘পিসিবি আসলে ওয়ানম্যান “শো”। যত জটিল বিষয়ই হোক, এখানে কেবল একজনের সিদ্ধান্তই বড়, সেই সিদ্ধান্ত দেওয়ার লোকটি ইজাজ বাট। পুতুল গভর্নিং বডি মাথা নিচু করে শুধু তাতে সায় দেয়।

No comments

Powered by Blogger.