খুলনায় রিটার্ন দাখিল করেননি ৬০% টিআইএনধারী

খুলনা অঞ্চলে টিআইএনধারী ব্যক্তিদের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করার প্রবণতা দিন দিন বাড়ছে। চলতি ২০১০-১১ করবর্ষে এই অঞ্চলের মোট টিআইএনধারী ব্যক্তির অর্ধেকেরও বেশি আয়কর রিটার্ন দাখিল করেননি।
খুলনা বিভাগের ১০টি জেলা নিয়ে গঠিত খুলনা কর অঞ্চলে এবার মোট এক লাখ ২৮ হাজার টিআইএনধারী ব্যক্তির (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা কর শনাক্তকরণ নম্বর) মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৫২ হাজার ৭৫ জন। এতে কর আদায় হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। আর এ বছর ৭৫ হাজার ৯২৫ জন বা ৫৯ দশমিক ৭১ শতাংশ টিআইএনধারী ব্যক্তি রিটার্ন দাখিল করেননি।
এর আগের ২০০৯-১০ করবর্ষে খুলনা কর অঞ্চলে এক লাখ ২৩ হাজার ৬৩৫ জন টিআইএনধারী ব্যক্তির মধ্যে রিটার্ন দাখিল করেছিলেন ৫৫ হাজার ৬০২ জন। আর আয়কর রিটার্ন দাখিল করেননি ৬৮ হাজার ৩৩ জন বা ৫৫ দশমিক শূন্য ২ শতাংশ টিআইএনধারী। ওই বছরে খুলনা অঞ্চলে কর আদায় হয় ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রমতে, খুলনা বিভাগে ইতিপূর্বে ২০০৮-০৯ করবর্ষে এক লাখ ১৪ হাজার টিআইএনধারী ব্যক্তির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছিলেন ৫১ হাজার ৭৫৫ জন। ওই করবর্ষে রিটার্ন দাখিল করেননি ৫৪ দশমিক ৬০ শতাংশ। ২০০৭-০৮ করবর্ষে এক লাখ আট হাজার টিআইনধারী ব্যক্তির বিপরীতে রিটার্ন দাখিল করেছিলেন ৪৮ হাজার ৫০৬ জন। রিটার্ন দাখিল করেননি ৫৯ হাজার ৪৯৪ জন বা ৫৫ দশমিক ১ শতাংশ টিআইএনধারী। ২০০৬-০৭ করবর্ষে এক লাখ চার হাজারের বিপরীতে রিটার্ন দাখিল করেন ৪৪ হাজার ৬৮২ জন। রিটার্ন দাখিল করেননি ৫৯ হাজার ৩১৮ জন বা ৫৭ শতাংশ টিআইএনধারী।
১৮টি সার্কেল কার্যালয়ের মাধ্যমে খুলনা অঞ্চলের কর প্রশাসন পরিচালিত হয়। এই অঞ্চলের উপ-কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘যাঁরা রিটার্ন দাখিল করেননি তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা সাত-আট বছর ধরেই এ কাজ করছেন না।’

No comments

Powered by Blogger.