ইরানে রেভল্যুশনারি গার্ডের ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১৮

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে গত মঙ্গলবার সে দেশের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের একটি ঘাঁটিতে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ জন। গার্ডের কমান্ডার ইয়াদুল্লাহ বুয়ালির বরাত দিয়ে বার্তা সংস্থা ফারস গতকাল বুধবার এ তথ্য জানায়।
ফারসকে বুয়ালি জানান, মঙ্গলবার প্রদেশের রাজধানী খোররমাবাদের নিকটবর্তী ইমাম আলী ঘাঁটির গোলাবারুদের একটি গুদামে আগুন লেগে ওই বিস্ফোরণ ঘটে। এতে ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তবে তাঁরা গার্ডের সদস্য কি না, তা তিনি নির্দিষ্ট করে জানাননি।
তবে ইরানের আরবি ভাষায় প্রচারিত আল-আলম টেলিভিশন একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে গার্ডের সদস্যরাও রয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনাধীনে রেভল্যুশনারি গার্ড দেশটির শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর অভ্যন্তরীণ ও বিদেশি হুমকি প্রতিহত করার জন্য রেভল্যুশনারি গার্ড গঠন করা হয়।

No comments

Powered by Blogger.