আফগানিস্তান থেকে ডাকযোগে রকেট

আফগানিস্তান থেকে ডাকযোগে একটি শক্তিশালী রকেট পাঠানো হয়েছিল ব্রিটেনে। বিপজ্জনক নয়—এমন বস্তু হিসেবে প্যাকেট করে আফগানিস্তানে অবস্থিত ব্রিটিশ সামরিক প্রকৌশলীরা ফ্ল্লিচেট নামের রকেটটি পাঠান। গত বুধবার দ্য সান পত্রিকা এ কথা জানায়।
দুই বছর আগে ঘটলেও সম্প্রতি ঘটনাটি প্রকাশ পেয়েছে।
সাফোকের এক বিমানঘাঁটিতে প্যাকেটটি খোলার পর ৭০ জন প্রতিরক্ষাকর্মী নিরাপত্তার জন্য সরে যেতে বাধ্য হন। এটি বিশ্বের শক্তিশালী অন্যতম। মেরামতের জন্য পাঠানো লঞ্চারের ভেতর রকেটটি রয়ে গিয়েছিল।

No comments

Powered by Blogger.