কালো তালিকা থেকে আরও তালেবানের নাম বাদ দেওয়া হবে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কালো তালিকা থেকে আরও কয়েকজন তালেবান জঙ্গির নাম বাদ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে দেশটির সরকারের শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি এই তথ্য জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রাউলি বলেন, অতীতেও কালো তালিকা পরিবর্তনে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। এই তালিকায় পরিবর্তন আনা অবশ্যই সম্ভব। তিনি জানান, আফগান পিস কাউন্সিল গুয়ানতানামো বে কারাগারে আটক তালেবান জঙ্গিদের ছেড়ে দিতে ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে।

No comments

Powered by Blogger.