আফগানিস্তানে মালবাহী বিমান বিধ্বস্ত, আট আরোহী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পার্বত্য এলাকায় গত মঙ্গলবার একটি মালবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজন ভারতীয়সহ উড়োজাহাজের আটজন যাত্রীর সবাই নিহত হন। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল এয়ার কার্গোর পক্ষে কাজ করছিল।
মালবাহী উড়োজাহাজটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম থেকে উড্ডয়ন করে। ওই ঘাঁটিটি কাবুল থেকে ৪০ মাইল উত্তরে অবস্থিত। উড়োজাহাজে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মালামাল ছিল।
নিহত ক্রুদের মধ্যে ছয়জন ফিলিপাইনের, একজন ভারতের ও একজন কেনিয়ার নাগরিক রয়েছেন। ন্যাটো ও আফগান নিরাপত্তাবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।

No comments

Powered by Blogger.