পাকিস্তানে গাড়িবোমা হামলায় ২০ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট শহরে গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের কাছে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন।
কোহাটের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা খালিদ খান জানান, এটি একটি গাড়িবোমা হামলা। গাড়িটি পুলিশ সদর দপ্তরের কাছে পার্ক করা, কিংবা কোনো আত্মঘাতী বোমা হামলাকারী এটির বিস্ফোরণ ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসেন জানান, হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। কোহাট পুলিশের মুখপাত্র ফজল নাইম নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
হামলায় পুলিশ সদর দপ্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষের ধারণা, তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছে। গত সপ্তাহে লাহোরে চালানো তালেবানের হামলায় ৩৫ জন নিহত হন।

No comments

Powered by Blogger.