দাবাড়ুরা নিজেরাই নিজেদের কোচ

গত বছর অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য দাবাড়ুরা কোচ হিসেবে পেয়েছিলেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিসকে। কিন্তু বাংলাদেশ দাবা দল এবার অলিম্পিয়াডে যাচ্ছে কোচ ছাড়াই। এশিয়ান গেমসেও দাবা দলের কোচ নেই।
অগত্যা খেলোয়াড়েরা নিজেরাই নিজেদের কোচ। এভাবেই ‘কোচ’ বনে গেছেন অলিম্পিয়াডে খেলতে যাওয়া পাঁচ দাবাড়ু—আবু সুফিয়ান (শাকিল), মেহেদী হাসান (পরাগ), দেবরাজ চ্যাটার্জী, মোহাম্মদ জাবেদ ও মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)।
ফেডারেশনের তত্ত্বাবধানে গত ১০ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মিরপুর ক্রীড়াপল্লিতে হয়েছে অলিম্পিয়াডের ক্যাম্প। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর রাশিয়ার খান্তি মিনসিস্কে অলিম্পিয়াড ও ১২-২৭ নভেম্বর চীনের গুয়াংজুতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য দলটি আজ নেপালে যাচ্ছে হিমালয় ওপেনে খেলতে। একই উদ্দেশ্যে কোচ ছাড়া ক্যাম্প করে লাভ কতটা হলো?
আবু সুফিয়ান বলছেন, ‘একেবারেই লাভ হয়নি বলব না। ওপেনিং নিয়ে সমস্যাগুলো সবাই একসঙ্গে আলোচনা করেছি। এতে আমরা উপকৃতই হয়েছি। তবে কোচ থাকলে অবশ্যই ভালো হতো।’
আগের কমিটি বিদেশি কোচ এনেছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি কোচ আনতে ব্যর্থ। কেন ব্যর্থ? ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের ব্যাখ্যা, ‘আমাদের টাকার সমস্যা আছে। সে জন্য আমরা কোচ আনতে পারিনি।’
টাকার সমস্যার কথা বলে ফেডারেশন কোচ আনবে না—এই যুক্তি গ্রহণযোগ্য নয় দাবাড়ুদের কাছে। দাবাড়ুরা প্রশ্ন রাখলেন, ‘তাহলে কমিটি পরিবর্তন করে দাবার কী লাভ হলো?’

No comments

Powered by Blogger.