বিশ্ব শেয়ারবাজারে পতন অব্যাহত

দরপতনে মাথায় হাত দিয়ে
বসে আছেন তাইওয়ানের একজন বিনিয়োগকারী
গতকাল বুধবারও এশিয়া এবং ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোয় দরপতন অব্যাহত ছিল। এর আগের দিন মঙ্গলবার বড় ধরনের দরপতন ঘটেছিল।
বিশ্লেষকেরা বলছেন, আমেরিকা ও জাপানের অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক চিত্র থেকে এ ধারণাই ছড়িয়ে পড়েছে যে বছরের দ্বিতীয়ার্ধে বিশ্ব অর্থনীতি তেমন জোরালোভাবে ঘুরে দাঁড়াবে না। তাই শিল্প খাত ও রপ্তানি থেকে আয়ের সম্ভাবনাও সংকুচিত হয়ে পড়েছে।গতকাল ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডনের এফটি-১০০ সূচক শূন্য দশমিক ১০ শতাংশ, ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক দশমিক ৪০ শতাংশ ও প্যারিসের ক্যাক সূচক দশমিক ২০ শতাংশ হারে কমে গেছে।আগের দিনের তুলনায় এই পতনের হার কম হলেও তা বিশ্ব অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর বিষয়ে অব্যাহত হতাশারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন একাধিক বাজার বিশ্লেষক।এশিয়ার প্রধানতম শেয়ারবাজার জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি-২২৫ সূচক ১ দশমিক ৭০ শতাংশ হারে কমে গেছে। নিক্কি সূচকের এই পতন ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন।এশিয়ার মধ্যে চীনের সাংহাই সমন্বিত সূচক ২ শতাংশ, হংকংয়ের হ্যাঙসেঙ সূচক দশমিক ১০ শতাংশ, সিউলের কসপি সূচক ১ দশমিক ৪৬ শতাংশ, তাইওয়ানের তাইপে ভারিত সূচক আড়াই শতাংশ এবং সিডনি এসপি সূচক ১ দশমিক ৪০ শতাংশ হারে পড়ে গেছে।

No comments

Powered by Blogger.