বিসিবি নতুন প্রধান নির্বাহী পাচ্ছে আজ

নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে আগেই। আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করবেন মঞ্জুর আহমেদ। গতকাল রাতেই তাঁর ঢাকায় এসে পৌঁছার কথা।
২০০৮ সালের ফেব্রুয়ারিতে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর থেকে গত প্রায় আড়াই বছর বিসিবি চলেছে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিয়ে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন বোর্ডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নিজাম উদ্দিন চৌধুরী। নতুন প্রধান নির্বাহী দায়িত্ব নিলে নিজাম উদ্দিন চৌধুরী ফিরে যাবেন পুরোনো দায়িত্বে।
নতুন প্রধান নির্বাহী খুঁজতে বিসিবি তিনবারের চেষ্টায় খুঁজে পেয়েছে প্রকৌশলী মঞ্জুর আহমেদকে। সর্বশেষ ব্রুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন তিনি।

No comments

Powered by Blogger.