জুলাই মাসে বিনিয়োগ বোর্ডে ১৫৩টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে

বিনিয়োগ বোর্ডে গত জুলাই মাসে ১৫৩টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে।
নিবন্ধিত এসব শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার ৭২৬ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে তিন হাজার ২০৫ কোটি ছয় লাখ টাকা বেশি।
জুন মাসে মোট নিবন্ধিত শিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল দুই হাজার ৫২১ কোটি ছয় লাখ টাকা।
জুলাই মাসে মোট নিবন্ধিত শিল্পের মধ্যে স্থানীয় বিনিয়োগে ১৪৩টি শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ চার হাজার ৯৮০ কোটি ৫৪ লাখ টাকা।
এ ছাড়া ৩৪টি শতভাগ বিদেশি ও ছয়টি যৌথ বিনিয়োগসহ মোট ১০টি শিল্পের বিনিয়োগের পরিমাণ ৭৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
গত জুন মাসে বিনিয়োগ বোর্ডে স্থানীয়ভাবে নিবন্ধিত ১৩৪টি শিল্প ইউনিটের বিনিয়োগ ছিল দুই হাজার ২৫১ কোটি টাকা এবং যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগে নিবন্ধিত ১৯টি শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ২৭০ কোটি ছয় লাখ টাকা।
তার মানে, জুলাই মাসে জুন মাসের তুলনায় স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ১২২ শতাংশ, যৌথ ও বিদেশি বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ১৭৬ শতাংশ এবং মোট বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৭ শতাংশ।
তবে গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাই মাসে মোট বিনিয়োগ ২ শতাংশ হ্রাস পেয়েছে।
গত জুলাই মাসে মোট নিবন্ধিত শিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল পাঁচ হাজার ৮৫৩ কোটি ৭৭ লাখ টাকা।
প্রতিবেদনাধীন মাসে স্থানীয়ভাবে নিবন্ধিত শিল্পের সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব এসেছে বস্ত্র খাতে ৬৯ শতাংশ, এরপর যথাক্রমে সেবা খাতে ১০ শতাংশ, ফুড অ্যান্ড এলাইড খাতে ৭ শতাংশ, কৃষিভিত্তিক শিল্প খাতে ৫ শতাংশ এবং অন্যান্য খাতে ৯ শতাংশ।
প্রতিবেদনাধীন মাসে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত শিল্পে মোট ২৯ হাজার ৯১৬ জনের কর্মসংস্থানের প্রস্তাব করা হয়েছিল।

No comments

Powered by Blogger.