টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের

স্পট ফিক্সিং আর ম্যাচ পাতানোর বিতর্কে এমনিতেই টালমাটাল পাকিস্তানের ক্রিকেট। মাঠেও কোনো সুসংবাদ দিতে পারলেন না শহীদ আফ্রিদিরা। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোর গড়ে অলআউট ৮৯ রানেই। এর আগে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ১২৫/৯; গত ফেব্রুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৬ উইকেট হাতে রেখেই ১৪ ওভারে এই অল্প রান টপকে গেল ইংল্যান্ড। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা জিতে নিল দুই ম্যাচের এই সিরিজ।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান পাঁচ ওভারে ২২ রান তুলতেই হারিয়ে বসে চার উইকেট। সেখান থেকে আর বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। সর্বোচ্চ ১৭ রান করেছেন উমর আকমল। ব্রেসনান ৩টি, সাইডবটম, ব্রড ও সোয়ান নিয়েছেন ২টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা। কলিংউড করেন সর্বোচ্চ ২১ রান। ম্যাচ সেরা হয়েছেন টিম ব্রেসনান। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী পরশু, চেস্টার-লি-স্ট্রিটে।

No comments

Powered by Blogger.